বড় ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন রংপুর নগরীর প্রেস ক্লাব এলাকার বাসিন্দা তানবীর হোসেন আশরাফী। বাবা মো. সাফায়েত হোসেন, মা ইশরাত বেগমসহ পাঁচ ভাইবোনের সুখের সংসার ছিল তাদের। অর্থবিত্ত ও আভিজাত্যের কমতি ছিল না তার জীবনে। ১৯৯৮ সালে নবম শ্রেণিতে পড়াকালে ব্যবসায় ৫০ লাখ টাকা লোকসান করেন তানবীরের বাবা। হঠাৎ বড় অঙ্কের টাকার লোকসানে তানবীরদের সাজানো সংসার তছনছ হয়ে যায়।

en_USEnglish