বাংলার চোখের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী বলেছেন, রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা পরিকল্পিত ছিল। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ৪.০০ টায় মানববন্ধনের তিনি বলেন, পরিকল্পিত না হলে এতবড় ঘটনা ঘটতো না। এর গোড়ায় আমাদের যেতে হবে।

রংপুরে হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক হামলা

যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এতে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।তদন্ত করলে বের হয়ে আসবে, এতে কারও ইন্ধন ছিল কিনা।তবে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, হামলাকারীদের অনেকেই বহিরাগত ছিল। যাদের চেহারা কেউ চিনতে পারেনি। তারা পেট্রোল নিয়ে এসেছিল। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলার চোখের উপদেষ্টা আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না, নিউ ক্রোস রোড সোসাইটির সভাপতি এবং হিন্দু ধর্মের অন্যতম নেতা শ্রী খোকন সরকার, কেন্দ্রীয় সদস্য আলী আকবর বাদল, মোঃ দুলাল মিয়া, মোঃ শফি হায়দার, মোঃ দুলু মিয়া, মোঃ আরিফ হোসেন, মহানগর সদস্য মোঃ সুজন মিয়া, আশিকুর রহমান, রায়হান কবির, মির শিমুল, বেগম রোকেয়া বিশব্বিদ্যালয়ের সদস্য মোঃ সুমন সরকার, আহনাফ তাহমিদ আবিদ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি রেয়োজানুল হক, মোঃ আশরাফুল ইসলাম। রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ শুভ আহম্মেদ, সম্পাদক মোঃ মিন্টু মিয়া, সদস্য নাফিজ ফুয়াদ, নুর মোহাম্মদ, পলিটেকনিক এর মোঃ জাহিদ আলম জেমস, মোঃ রেজওয়ান বাবু, ময়নুল ইসলাম আদনান, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে ফেসবুকে ইসলাম নিয়ে অবমাননাকর একটি পোস্টের জেরে পীরগঞ্জের ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় তারা ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৯০-৯৫টি বাড়িতে লুট করে গরু-বাছুরসহ নিয়ে গেছে।

en_USEnglish