
তানবীর হোসেন আশরাফী
তারুন্যের পথ প্রদর্শক
তানবীর আশরাফী রংপুরসহ উত্তরবঙ্গের একজন জনপ্রিয় যুব নেতা ও উদ্যোক্তা। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, এবং ধর্মীয় সকল ক্ষেত্রে একজন পরিচিত মুখ হিসেবে তিনি জনমানুষের উন্নয়নের স্বার্থে প্রতিনিয়ত মানুষের সাথে কাজ করে যাচ্ছেন।

লক্ষ্য ও উদ্দেশ্য
নিরক্ষরতা দূরীকরণ
শিক্ষা জাতীর মেরুদণ্ড, তিনি নিরক্ষরতামুক্ত দেশ গড়ার প্রক্রিয়ায় রংপুরকে সমান গতিতে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সাথে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
তরুনদের উপযোগী ব্যবসায়ীক পরিবেশ তৈরী
বাংলাদেশ ক্রমাগত একটি উন্নয়নশীল দেশ হিতে উন্নত দেশের লক্ষ্যে এগিয়ে চলছে। আমাদের দেশের তরুণদের অর্থনৈতিক চাকা সচল রাখতে ব্যবসায় প্রবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। তার লক্ষ্য এমন কাজের পরিবেশ তৈরি করা যাতে রংপুরসহ দেশের সব তরুণ উদ্যোক্তারা শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে।
ধর্মীয় উগ্রবাদ ও রাজনৈতিক প্রতিহিংসা দূরীকরণ
উগ্রবাদ এবং রাজনৈতিক প্রতিহিংসা সবসময় একটি জাতির উন্নয়নকে ব্যহত করে। কিছু দুষ্ট চক্র সবসময় চরমপন্থীদের উস্কে দিয়ে এবং সামাজিক শান্তি বিঘ্নিত করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কাজ করে যাচ্ছে। রংপুরের মানুষ যাতে এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিরলসভাবে কাজ করা।
বাল্যবিবাহ দূরীকরণ
বাল্য বিবাহ আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা। এটা বন্ধ করতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু সামাজিক সচেতনতার অভাবে প্রতিনিয়ত তা ব্যাহত হচ্ছে। আমাদের রংপুর জেলাও এর দ্বারা প্রভাবিত। তাই বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে সরকারের সঙ্গে কাজ করা।
সংক্ষিপ্ত
জীবন বৃত্তান্ত
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী ১৯৮৪ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নাম আলহাজ্ব শাফায়েত হোসেন এবং আলহাজ্ব ইসরাত বেগম। তিনি ২০০১ সালে কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। মাধ্যমিক স্কুল পাশ করার পর তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে তিনি রংপুর সরকারি কলেজ থেকে বিএসএস এবং রংপুর আইন কলেজ থেকে এলএলবি অনার্স কোর্স সম্পন্ন করেন। ২০১৩ সালে, তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কন্ঠশিল্পী মাহমুদা আক্তার মিতুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি এখন একটি পুত্র ও এক কন্যার সাথে সুখী জীবন অতিবাহিত করছেন।
সংগ্রাম জীবনী
মাধ্যমিক পাশ করেই তানবীর আশরাফী যখন উচ্চমাধ্যমিকে পদার্পন করেন তখনি নানা প্রতিকূল অবস্থার সমুক্ষীন হতে হয় তাকে। একদিকে হঠাৎ করে বাবার অসুস্থতার কারণে ধুকতে থাকা পারিবারিক ব্যবসা এবং পরিবারের দায়িত্ব পালন, অপরদিকে ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকার জন্য প্রতিপক্ষের হামলা, মামলা জেল-জুলুম। এত টানা পোড়নের মধ্যেও তিনি তার জীবনকে থামিয়ে রাখেন নি। দীর্ঘ ৬ বছর পরে সব সমস্যাকে উপেক্ষা করে তিনি ২০০৭ সালে উচ্চমাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তারুণ্যের দ্বীপশিখায় উজ্বল এই ত্যাগী ছাত্রনেতা। এরপর থেকে আস্তে তিনি সক্রিয় হয়ে উঠেন ছাত্ররাজনীতিতে। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এবুং ছাত্রলীগের কেন্দ্রিয় সহসভাপতি সহ বিভিন্ন উল্লেখযোগ্য পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তার নিদারুন দক্ষতা দিয়ে এবং নিবেদিত প্রাণ হয়ে
সোনার বাংলা গড়ার লক্ষ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন বাংলার চোখ নামে একটি সেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। বর্তমানে তিনি এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে তিনি পারবারিক ব্যবসার উন্নতি সাধন করে ২০১২ সালে প্রতিষ্ঠা করেন সুমি গ্রুপের এবং ২০১৮ সালে ছোট ভাই আলহাজ্ব তৌহিদ হোসেন (CIP) সহ রংপুরে প্রতিষ্ঠা করেন রয়্যালটি মেগা মল। যা অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। এছাড়াও তিনি কাজ করে যাচ্ছেন স্থানীয় এবং জাতীয় অসংখ্য সংগঠনের সাথে। পাশাপাশি দুর্নীতি এবং সামজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করে যাচ্ছেন তিনি।

এওয়ার্ডস
শের-এ-বাংলা এওয়ার্ড
বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ নাগরিক পরিষদ সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের জন্য ১১ জুলাই, ২০১৯ ঢাকার শওকত ওসমান মিলনায়তনে শের-ই-বাংলা পুরস্কার ২০১৯ প্রদান করে।
বিচারক এস এম মোরশেদ গোল্ড এওয়ার্ড
সৈয়দ মাহমুদ মোরশেদ স্মৃতি ফাউন্ডেশন সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ১৮ জানুয়ারি ২০১৯ বিচারপতি এসএম মোরশেদ স্বর্ণ পুরস্কার প্রদান করেন।
নেলসন মেন্ডেলা এওয়ার্ড
বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি বাংলাদেশ জাতীয় সংগীত ও নৃত্য মিলনায়তনে ২২ জুলাই ২০১৯ নেলসন ম্যান্ডেলা পুরস্কার ২০১৯ প্রদান করে।
বিজনেস এওয়ার্ড
সাপ্তাহিক অগ্রণী বার্তা করোনা দুর্যোগের সময় বিশেষ অবদানের জন্য ১৩ নভেম্বর ২০২০ জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে বিজনেস অ্যাওয়ার্ড ২০২০ উপস্থাপন করেন।
নিউজ এবং আপডেটস
পীরগঞ্জের হামলা পরিকল্পিত: তানবীর
বাংলার চোখের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী বলেছেন, রংপুরের পীরগঞ্জ উপজেলায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা পরিকল্পিত ছিল। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ৪.০০ টায় মানববন্ধনের তিনি বলেন, পরিকল্পিত না হলে এতবড় ঘটনা ঘটতো না। এর গোড়ায় আমাদের যেতে হবে। রংপুরে...
রংপুরকে এগিয়ে নিতে খেলোয়াড়দেরও ভূমিকা রয়েছে
বাংলার চোখ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী বলেছেন, রংপুর উন্নত হচ্ছে। সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে খেলাধুলায় রংপুর থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। রংপুরকে এগিয়ে নিতে খেলোয়াড়দের ভূমিকা প্রসংশনীয়। তাদের পরিচিতির...
তানবীরের হার না মানার গল্প
বড় ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন রংপুর নগরীর প্রেস ক্লাব এলাকার বাসিন্দা তানবীর হোসেন আশরাফী। বাবা মো. সাফায়েত হোসেন, মা ইশরাত বেগমসহ পাঁচ ভাইবোনের সুখের সংসার ছিল তাদের। অর্থবিত্ত ও আভিজাত্যের কমতি ছিল না তার জীবনে। ১৯৯৮ সালে নবম শ্রেণিতে পড়াকালে ব্যবসায় ৫০...